
প্রকাশিত: Fri, Feb 9, 2024 12:53 AM
আপডেট: Wed, May 14, 2025 10:13 PM
[১] সীমান্তে গুলি আসার সঙ্গে সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে হুঁশিয়ারি দিয়েছি: ওবায়দুল কাদের
এম এম লিংকন:[২] এছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বাংলাদেশের সীমান্ত পর্যন্ত যেন না আসে এজন্য যথাযথ ব্যবস্থ্যা আওয়ামী লীগ নিচ্ছে বলে জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে জাতিসংঘে অবশ্যই চিঠি যাবে।
[৩] তিনি বলেন, মিয়ানমারকান্ডে ভারতও আমাদের সঙ্গে আছে।
[৪] বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এ সময় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিল্পব বড়ুয়া এবং উপ-দপ্ত সম্পাদক সায়েম খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
[৫] মিয়ানমারকান্ডে আওয়ামী লীগ সরকার এখনও তাদেরকে একটা চিঠি দিয়ে সতর্ক করেনি বিএনপির এমন বক্তব্যে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, মিয়ানমারের নিজেদের অভ্যন্তরীণ সংঘর্ষের গোলা আসার সঙ্গে সঙ্গে তাদের রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করা হয়েছে।
[৬] মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের অভ্যন্তরীণ সংঘর্ষের উড়ে আসা গোলায় নিহত হয়েছেন এক বাংলাদেশি নারীসহ দুজন। গুলিতে একাধিকজন আহত হওয়ারও খবর এসেছে। দেশটির অভ্যন্তরীণ এই সংঘাতে এখনও কোন রোহিঙ্গা অনুপ্রবেশ খবর না পাওয়া গেলেও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ও সেনা সদস্যসহ প্রায় ৪০০ মানুষ জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে। পালিয়ে আসা আহতদের চিকিৎসা সেবাও দিচ্ছে বাংলাদেশ।
[৭] আমাদের শঙ্কাটা, আতঙ্কটা আমরা জিইয়ে রাখতে পারি না উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত আমাদেরকে উদ্বেগের মধ্যে ফেলবে সেটাতো আমাদের জন্য শুভ নয়। সে কারণে জাতিসংঘ সবারই সংস্থা সে হিসেবে জাতিসংঘকে বিষয়টা অবহিত করা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয় এই উদ্যোগ নিবে। সম্পাদনা : কামরুজ্জামান
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়

[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন

[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের

[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের

[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল

[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
